Wellcome to National Portal
Main Comtent Skiped

সঞ্চয়ী সেবা

আমার বাড়ি আমার খামার প্রকল্প ও  পল্লী সঞ্চয় ব্যাংক রাঙ্গমাটি সদর শাখায়  সঞ্চয়ী হিসাব খোলা হয়ঃ
  ১.  সেবিং একাউন্ট
  ২. পিএসবি- স্কুল ব্যাংকিং  বা  শিক্ষার্থী সঞ্চয় আমানত
  ৩. পিএসবি- মাসিক  সঞ্চয়ী হিসাব

** সেবিং  একাউন্টঃ
 রাঙ্গমাটি সদর উপজেলায় বসবাসরত যে কোন ব্যক্তি বা আামার  বাড়ি আমার খামার প্রকল্প সদস্য এ্ই হিসাব খোলা যাবে।  

 **  পিএসবি- স্কুল ব্যাংকিং  বা শিক্ষার্থী সঞ্চয় আমানতঃ
 পিএসবি- স্কুল ব্যাংকিং  শিক্ষার্থী সঞ্চয়ী  আমানত  যে কোন শিক্ষার্থী এ্ই সঞ্চয়ী হিসাব খোলা যাবে।   মেয়াদ শেষে  ব্যাংকের নির্ধারিত হারে মুনাফা প্রদান করা হবে।  

** পিএসবি- মাসিক  সঞ্চয়ী হিসাবঃ
  পিএসবি- মাসিক সঞ্চয়ী  আমানত প্রকল্প ও ব্যাংকের যে কোন সদস্য হিসাব খোলা যাবে।  ১০০-৫০০ টাকা বিনিময়ে মাসিক সঞ্চয়ী আমানত হিসাব খোলা যাবে।   মেয়াদ শেষে ব্যাংকের  নির্ধারিত হারে মুনাফা প্রদান করা হবে। 

 হিসাব খুুলতে যে সকল কাগজপত্র প্রয়োজন হবেঃ
১. ব্যাংক হিসাব ফরম
২.ভোটার আইডি ও ছবি
৩. নমিনী ছবি ও ভোটার আইডি
৪.ইউপি চেয়ারম্যান সনদ